1. admin@bdprothombarta.com : admin :
চিরিরবন্দরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

চিরিরবন্দরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

এনামুল মবিন সবুজ/স্টাফ রিপোর্টার(দিনাজপুর)
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ- (এনএটিপি-২) এর আওতায় “সিআইজি কংগ্রেস” সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সিআইজি কৃষক গ্রুপে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও বিস্তার করে এবং সঞ্চয়ের ভিত্তিতে নিজেদের বিভিন্ন উপ প্রকল্পে বিনিয়োগ করে বিভিন্ন ধরণের সরকারি কৃষি বিষয়ক সুবিধা গ্রহণ করতে পারবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের নিবন্ধিত ১২০টি সিআইজি সংগঠনের ১৫০ জন কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews