বুধবার(৫ মার্চ) রাত ১২ দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের রাবেয়া মোড়ে এ ঘটনাটি ঘটেছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ আব্দুস সামাদ(২৮), পিতা-মহিরউদ্দিন, সাং-সুটিপাড়া,সদর নীলফামারী ২। মোঃ বাবু(১৮), পিতা-হোসেনুর রহমান, সাং-সুটিপাড়া, সদর নীলফামারী।
জানা যায়, দশমাইল হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নীলফামারী হইতে কতিপয় দুস্কৃতিকারী ব্যক্তি একটি ইজিবাইক ছিনতাই করে রাবেয়া মোড় হয়ে পাবর্তীপুরের দিকে পালিয়ে যাচ্ছে। উক্ত বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে রাত্রীকালীন টহল ডিউটি পার্টি রংপুর-দিনাজপুর মহাসড়কে রাবেয়ার মোড়ে জরুরী চেকপোষ্ট বসিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় উক্ত ইজিবাইকটি আটক করে।
এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মন জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নীলফামারী হইতে কতিপয় দুস্কৃতিকারী ব্যক্তি একটি ইজিবাইক ছিনতাই করে রাবেয়া মোড় হয়ে পাবর্তীপুরের দিকে পালিয়ে যাচ্ছে।তাদের সাথে ছিলো ২ টি দেশীয় অস্ত্র।উক্ত বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে রাত্রীকালীন ডিউটি পার্টি দিনাজপুর-রংপুর মহাসড়কে রাবেয়ার মোড়ে জরুরী চেকপোষ্ট বসিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় উক্ত ইজিবাইকটি কে আটক করি। ইজিবাইক চালক মোঃ মাহাবুল(৪০)কে অচেতন অবস্থায় পরে থাকতে দেখি। ছিনতাই কারী ব্যক্তিদের কাছ থেকে ২ টি দেশীয় উদ্ধার করা হয়।পরে তাদের পাবর্তীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উক্ত ইজিবাইক চালককে স্থানীয় লোকজনের সহায়তায় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।