1. admin@bdprothombarta.com : admin :
শীতবস্ত্র তুলে দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ূন - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

শীতবস্ত্র তুলে দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ূন

বিডি প্রথম বার্তা ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৮৮ বার পঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলার শিল্পকলা একাডেমীতে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন । কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেছেন যতদিন বেচে থাকবো সাধারণ মানুষের পাশে থাকবো।সাধারণ মানুষ যেন ভাল থাকে সেই চেষ্টা করে যাব।জীবনে কি পেলাম কি পেলাম না তা নিয়ে আমার কোন ভাবনা নেই।আমি চেষ্টা করি মানুষের সেবা করার জন্য।মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,কেউ যেন আমার কাছ থেকে মন খারাপ করে চলে না যায় সে লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন সততার মূর্ত প্রতীক।আজকে শীতবস্ত্র বিতরণ সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি উৎসর্গ করেন তিনি।
জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন,জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান,জেলা আ.লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল,পৌর মেয়র পারভেজ মিয়া,জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আকন্দ,জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন খান,জেলা তাতীলীগের সভাপতি ইব্রাহিম খলিল,জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক বাদল রহমান,সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আব্দুস সাত্তার,জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা আ.লীগের ধর্ম সম্পাদক মাসুম খান,জেলা মৎসজীবীলীগের সহ-সভাপতি, রফিকুল ইসলাম হেলাল,জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাংগীর পল্লব,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন,জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,জেলা পরিষদের সাবেক সদস্য সাজ্জাদুল ইসলাম,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি,জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান।
আলোচনাসভা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।পরে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে কয়েকহাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শীতের উষ্ণতা হিসেবে শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় শীতার্তরা।
এর আগে সকালে জেলা শহরের আখড়াবাজারস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের নেতৃত্বে নেতাকর্মী।এ সময় জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক,পেশাজীবী,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews