আজ সকাল ১১ টায় একজন মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন হলে এমতাবস্থায় কিশোরগঞ্জ বড় বাজারে অবস্থিত আলহাজ্ব শামসুদ্দিন ভূঞা জামিয়া ইসলামিয়ার তাকমীল জামাতের ছাত্র, দাওরায়ে হাদীস ( মাস্টার্স ) পরিক্ষার্থী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নবীন সদস্য, মেধাবী ছাত্র, মুহাম্মদ আজিজুর রহমান আবির পরিক্ষার হল থেকেই রক্ত দিতে ছুটে যান।
তার মানবতায় মুগ্ধ রুগির আত্মীয়স্বজন। বিশেষজ্ঞরা বলেন আমাদের মধ্যে এখনোও মানবতা আছে। আর এই মানবতা যতদিন থাকবে ততদিন মানুষ মানুষের উপকারে আসবে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী প্রজন্মও এটা থেকে শিক্ষা নিবে। এভাবেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।