সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবারই প্রথম শতভাগ বৃত্তি অর্জন করায় ১২ জন কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ (৫ই মার্চ) রোববার বিকেল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী আফজালুর রহমান পিকে ও শান্ত্বনা রাণী সিং এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাক্টর চন্দন কুমার বণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম পিকে দিদার, শিক্ষক সামরুল হাসান, সাংবাদিক এনামুল হক এনি, শিক্ষার্থী রাকিব হাসান।
পরে কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্র্যাস্ট তুলে দেওয়া হয়। এবার বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।