কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পাকুন্দিয়া উপজেলায় অনুর্ধ্ব- ১৬ বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। রবিবার (০৫ মার্চ) পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় মাঠে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় পাকুন্দিয়া উপজেলার ৪টি বিদ্যালয় এবং ২টি ক্লাবের ৫৬ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্ আমীন উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাদিউল ইসলাম হাদি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী।