1. admin@bdprothombarta.com : admin :
কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৭ - বিডি প্রথম বার্তা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

বিডি প্রথম বার্তা ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯৪ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : পাগলা কুকুরের কামড়ে চার বৃদ্ধসহ ৭জন আহত হয়েছে। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধূলিহর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন ধূলিহর গ্রামের হারুনুর রশিদ (৭৫), ফারজুল মিয়া (৬০), হৃদয় (২৫), নতুন বাজার এলাকার আবু সাইদ (৫৭), চরহাজীপুর গ্রামের নাজমুল ইসলাম (৭০), কাইছমা গ্রামের সোবহান (৩১), ঢেকিয়া গ্রামের সেলিম (২৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭ টার দিকে একটি লাল রঙের পাগলা কুকুর হঠাৎ একটি ছাগলকে কামড় দেয়। কিছুক্ষণের ভেতর একের পর এক মানুষকে কামড়িয়ে জখম করতে থাকে ৷ এলাকাবাসী আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর পাঁচজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছেএদিকে, এ ঘটনার পরপরই এলাকাবাসী লাঠিসোঠা নিয়ে কুকুরটিকে ধাওয়া শুরু করে। পরে ধূলিহর কুমারবাড়ীর নিকট কুকুরটিকে পিটিয়ে হত্যা করে তারা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, দুজনকে প্রাথমিক চিকিৎসা ও ভেকসিন দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে কিশোরগঞ্জ ২৫০ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews