1. admin@bdprothombarta.com : admin :
চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় করেননি, শাশুড়িও তার কথা কাজে ভীষণ মুগ্ধ। ক্যাট ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে তিনি পুরোপুরি পঞ্জাবি পরিবারের মানুষে পরিণত হয়েছেন।

 

সম্প্রতি ক্যাটের শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন। শাশুড়ি-বৌমার এ জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। এখানেই শেষ নয় শাশুড়ি-বৌমার রসায়ন। ক্যাটরিনার প্রতি যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা।

ক্যাটরিনার কালো রেশমি চুলের পেছনে তার নাকি অনেক ভূমিকা রয়েছে। নিজে হাতে নাকি ক্যাটরিনার জন্য বিশেষ এক ধরনের তেল তৈরি করে দেন বীণা কৌশল।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এ বিশেষ তেলের কথা। তিনি বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকি, অ্যাভাকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারি

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল তাদের বিয়ের আসর। কিন্তু বিয়ের আগের দিন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি তারা। তাদের পরিবারও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেনি।

ভিকি ও ক্যাটরিনা এখন পর্যন্ত একসঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি। করণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভালো। তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।

ভিকি এ মুহূর্তে ব্যস্ত ‘লভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। শেষ তাকে দেখা গিয়েছে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews