কর্ণফুলী শাহ আমানত সেতুতে জট কমাতে আরও দুই টোল লেন
চট্টগ্রামে শাহ আমানত সেতুতে (তৃতীয় কর্ণফুলী) জট কমাতে আরও দুইটি টোল লেন নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এটি হলে মোট টোল লেন ১০টিতে দাঁড়াবে।
নতুন টোল লেন দুটি নির্মাণ শেষে ব্যবহার শুরু হলে টোল প্লাজা যানজটমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা।
জানা যায়, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর শাহ আমানত সেতু চালু হয়। টোল প্লাজায় তিনটি করে উভয়দিয়ে ৬টি লেন নিয়ে সেতুর কার্যক্রম চালু হয়। সেতুর ওপর যানবাহনের চাপ অত্যধিক হওয়ার কারণে ৩ বছর আগে টোলপ্লাজার দুই পাশের অযান্ত্রিক যান চলাচলের জন্য রাখা ফ্রি টোল লেন দুটির পরিসর বাড়িয়ে ছোট যানবাহন চলাচলের উপযোগী করে করা হয়। এরপর থেকে বর্তমানে শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকায় দুই পাশে ৪টি করে ৮টি বুথ রয়েছে। তারপরও প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দীর্ঘ যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।
ফলে টোলপ্লাজায় যানজট ও জনভোগান্তি কমাতে আরও দুইটি টোল লেন বাড়ানোর উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগ কর্তৃপক্ষ। এরইমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে। কাজটির ঠিকাদারও নির্ধারণ হয়েছে। কার্যাদেশ দেওয়ার পর্যায়ে রয়েছে। সামনের মাস (জানুয়ারি) থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সওজ সংশ্লিষ্টরা।
সওজ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন বলেন, শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় এখন নিয়মিত যানজট হচ্ছে। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে গাড়ির জট বেড়ে যায়। এ যানজট নিরসনে টোল প্লাজার দুই পাশে আরও দুটি লেন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা আশা করছি জানুয়ারিতে কাজ শুরু হবে।