আগামী ২৯ মে রোজ বুধবার আসন্ন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমানে উপজেলা পরিষদের সফল ও সুযোগ্য প্যানেল চেয়ারম্যান মোছা:লায়লা বানু।
প্রার্থীতা ঘোষণা দিয়ে উপজেলাবাসীর দোয়া ও সমার্থন কামনা করেন মোছা: লায়লা বানু।
তিনি নির্বাচনী সমাবেশ এবং প্রচারনায় ৩ নং ফতেজংপুর ইউপির দেবিগঞ্জ বাজারে সকলের উদ্দেশ্য করে বলেন, চিরিরবন্দর উপজেলা বাসীকে একটি সামাজিক ও সুস্থ ধারার জীবন ব্যবস্থা সু-নিশ্চিত করতে হলে সরকারের উন্নয়নকে সমবন্টন নিশ্চিত করতে হবে।পাশাপাশি সমাজের অসহায়, নির্যাতিত, নিপিড়ীত মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে একজন সৎ, নিষ্ঠাবান, সু-শিক্ষিত জনপ্রতিনিধি অত্যন্ত প্রয়োজন।যেখানে আমার কোন কিছুর কমতি নেই বলে মনে করি। আমি চাই চিরিরবন্দর উপজেলা বাসীর পাশে থেকে একটি অ-রাজনৈতিক সমাজ ব্যবস্থা গঠন ও সরকারের উন্নয়ন সকলের মাঝে সমবন্টন নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে সক্ষম হবো।গত ৫ বছরে আপনারা দেখেছেন নিপীড়িত,অসহায়,নির্যাতিত ও বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের পাশে থেকে আমার সম্ভাব্য দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি।আপনারা আমার পাশে থাকলে গত ৫ বছরে আমি যা করেছি আগামীতেও আপনাদের পাশে থাকার নিশ্চয়তা দিলাম।
উপস্থিত সমাবেশে স্থানীয়রা বলেন,মোছা:লায়লা বানু এতদিনে যা করে এসেছেন তার প্রেক্ষিতে ভবিষ্যতে এমন নেত্রীর নেত্রীত্ব আমাদের সকলের প্রয়োজন।তিনি চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলে আবারও নির্যাতিত ও অবহেলিত নারী ও শিশুরা সঠিক সহায়তা পাবেন,অসহায়ত্বের পাশে দাঁড়াবেন বলে আমরা আশা রাখি।
তিনি দীর্ঘদিন ধরে চিরিরবন্দর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে এসেছেন। তারই সূত্র ধরে সামাজিক কাজকে বেগবান ও সামাজের অসহায় মানুষের সেবা সমবন্টন নিশ্চিত করতে আবারও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।যাতে করে পূর্বের ন্যায় আবারও সকলের পাশে দাঁড়াতে পারেন এবং উপজেলা বাসীর সেবা নিশ্চিত করতে পারেন।
উক্ত নির্বাচনী সমাবেশ এবং প্রচারনায় উপস্থিত ছিলেন ৩ নং ফতেজংপুর ইউপির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।এবং তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মোছা: লায়লা বানুকে দেখতে চায় বলে স্থানীয়রা জানায়।
উক্ত সভায় স্থানীয় হাফেজ মো:শরিফুল ইসলাম বেশ কিছু বক্তব্য রাখেন।মোছা: লায়লা বানু সবার পাশে দাঁড়াবেন এই অঙ্গিকার ব্যক্ত করে তিনি দোয়ার মাধ্যমে প্রচারণা এবং জনসভার সমাপ্তি করেন।