1. admin@bdprothombarta.com : admin :
কটিয়াদি উপজেলায় অপু,অষ্টগ্রামে নাজিম এবং নিকলীতে মোকাররম চেয়ারম্যান পদে বিজয়ী - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

কটিয়াদি উপজেলায় অপু,অষ্টগ্রামে নাজিম এবং নিকলীতে মোকাররম চেয়ারম্যান পদে বিজয়ী

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলাপ্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৬২ বার পঠিত
উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচন সম্পন্ন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের তিনটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল ২১ মে মঙ্গলবার। সকাল ৮:০০ টা থেকে বিকেল ৪;০০ টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয় কটিয়াদী ,নিকলী ও অষ্টগ্রাম উপজেলার ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠিন হস্তক্ষেপের কারণে সুন্দরভাবে শেষ হয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সরজমিনে সকল ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করে দেখা যায় শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছে। তবে বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন কেন্দ্রে ঝুঁকি রয়েছে এমন গুজব শোনা গিয়েছে। বিকেল ৪:০০ ঘটিকার পরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলা সহকারী ট্রেনিং অফিসারগণ। সহকারী রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত নির্বাচনের ফলাফলে কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মইনুজ্জামান অপু গোড়া প্রতীকে ৪৪,৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলী আকবর দোয়া কলম প্রতীকে ১৯,৮৮৭ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বদরুল আলম নাঈম মিয়া চশমা প্রতীকে ৪৩,০৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম শিকদার তালা প্রতীকে ২৯,৪৫৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাথী বেগম কলস প্রতীকে ৩৮,৭৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা বেগম ফুটবল প্রতীকে ৩০,৩৩৮ ভোট পেয়েছেন। কটিয়াদী উপজেলার ভোটার সংখ্যা ২,৭২,৬৪৪ জন।
অপরদিকে অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.এফ মাশুক নাজিম ঘোড়া প্রতীকে ৪২,৫৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস কাপ পিরিজ প্রতীকে ১৮,৭০৬ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আল আমিন সরকার চশমা প্রতীকে ২১,০৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ মাইক প্রতীকে ১৬,৫৩৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ শেলী আক্তার হাস-প্রতীকে ২৫,১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা আক্তার কলস প্রতীকে ২০,৩০৭ ভোট পেয়েছেন। অষ্টগ্রাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৩৬,২৯৫ জন।
অন্যদিকে নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোকাররম সর্দার আনারস প্রতীকে ৩৬,০১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুস জনি মোটর সাইকেল প্রতীকে ৩১০৫৭ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ তাহের আলী টিউবওয়েল প্রতীকে ২২,৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল হক আয়াজ তালা প্রতীকে ২১,২৭৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আরা বিউটি হাঁস প্রতীকে ৩৮,০১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুমাইয়া হক ফুটবল প্রতীকে ১৯,৫১৭ ভোট পেয়েছেন। নিকলী উপজেলায় মোট ভোটার সংখ্যা
১,২১,৪৫২ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। যেসব কেন্দ্রে ঝামেলা হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। প্রশাসন পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিল। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তবে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমেছে। বিভিন্ন কারণে ভোটাররা অংশ নিতে চান না। ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা ভোট দিতে যান না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews