ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩১ আগষ্ট রোজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বেলা ২ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন । কিশোরগঞ্জ জেলা সভাপতি ছাত্র নেতা এইচ এম সাইফুল ইসলাম সাইফ ও প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ছাত্র নেতা শরিফুল ইসলাম রিয়াদ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার সহ ইসলামী আন্দোলনের অন্য অন্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের জেলা উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে নেতারা বতর্মান সরকারের পদত্যাগ জাতীয় সরকারের অধিনে নির্বাচন ও সম্প্রতি ছাত্রলীগের সমাবেশে নিহত হাফেজ রেজাউল করিম হত্যার বিচার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরিশেষে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।