হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিলোয়ার হোসাইন নানক,কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়নে সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়েে ৪ টার দিকে অনুষ্ঠিত সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সভাপতি ডা:মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান প্রমুখ।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক ফরিদুজ্জামান পলাশ।আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন কিশোরগঞ্জ জেলা জাতীয় যুব ঐক্যের সভাপতি অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনুপম দেবনাথ,গণতন্ত্রী পার্টি নেতা অ্যাডভোকেট সুদীপ্ত সাহা দ্বীপ, কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ডা:স্বপন ভৌমিক,কিশোরগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,অনুষ্ঠানে গণতন্ত্রী পার্টির জেলা নেতারা উপস্থিত ছিলেন।সমাবেশ উপলক্ষে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলে দলে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা।অনুষ্ঠানের দ্বিতীয়াংশে শিল্পীরা সংগীত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে তুলেন।এছাড়াও অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি সহ তিন সহস্রাধিক দর্শক দুই ঘন্টার মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন।