1. admin@bdprothombarta.com : admin :
শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক অধ্যাপক সোহেল - বিডি প্রথম বার্তা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক অধ্যাপক সোহেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ২ বার পঠিত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক বিভাগের পরিচালক।

 

৫১ সদস্যের এ কমিটিতে সদস্য সচিব হয়েছেন ড. মো. মাসুদ খান রানা। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নওসের আলী। মাউশির ৯টি অঞ্চলের ৯ জন যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা কলেজ মিলনায়তনে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের বিশেষ জরুরি সাধারণ সভা হয়। সভায় শিক্ষা ক্যাডারের সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটির নেতারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষা ক্যাডারের স্বার্থে আগামীতে যে কর্মসূচি আসবে, তাতে ঐক্যবদ্ধভাবে সবার অংশগ্রহণ জরুরি। হয়তো পদ-পদবির পরিবর্তন হতে পারে, কিন্তু তাতে আমাদের অধিকার আদায়ের লড়াই থেমে থাকবে না।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ সংগঠনের সদস্য প্রায় ১৬ হাজার। তারা মূলত দেশের বিভিন্ন সরকারি কলেজ ও মাদরাসা, শিক্ষার অধিদপ্তর, দপ্তর, শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ডসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews