1. admin@bdprothombarta.com : admin :
ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বরুণ ধাওয়ান - বিডি প্রথম বার্তা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১ বার পঠিত

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বরুণ ধাওয়ান

সবাই খ্যাতি অর্জন করতে চায়। এক সময় কারো কারো কাছে আবার খ্যাতি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এবার তেমনই বিড়ম্বনায় পড়েছেন বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক বরুণ ধাওয়ান।

 

নারী অনুরাগীদের উন্মাদনায় কয়েকবার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বরুণ। এমন ঘটনাও ঘটেছে, চোখের সামনে তাকে দেখার আনন্দে আত্মহারা হয়ে তার উপর ঝাপিয়ে পড়েছেন অনুরাগী। এমনও হয়েছে, নারী অনুরাগীরা জোর করে চুম্বন করেছেন বা জড়িয়ে ধরেছেন। একবার উত্তেজনার বশে এক অনুরাগী বরুণের নিতম্বে চিমটি কেটেছেন বলেও জানিয়েছেন এ নায়ক।

বরুণ ধাওয়ান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্বারকাতে গিয়ে এই ঘটনাটার সম্মুখীন হয়েছিলাম। মোটেই ভালোলাগেনি বিষয়টি। অনেক কিছু ঘটেছিল সে সময়। একজন আমার নিতম্বে চিমটিও কেটেছিলেন। আমার খুবই অস্বস্তি লেগেছিল।’

শুধু তাই নয়, বরুণ ধাওয়ান একবার জনসমক্ষে এক বয়স্ক অনুরাগীর কাছে বকুনিও খেয়েছিলেন। ‘অক্টোবর’ সিনেমার শুটিং করছিলেন অভিনেতা। প্রায় ১০০০ মানুষের সামনে চলছিল সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। তখনই হাজির এই নারী অনুরাগী।

বরুণ ধাওয়ান বলেন, আমাকে অনুসরণ করতে করতে চলে এসেছিলেন তিনি। ফোন নম্বর চাইছিলেন। আমি রাজি না হওয়ায় বলেছিলেন, রতন টাটা সব সময় ফোন নম্বর দিয়ে দেন। আমি অবাক হয়ে ভাবছিলান, ইনি রতন টাটার কথা কেন বলছেন। এ নারীর মতে ছবির অভিনেতারা খুব দাম্ভিক হন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি ফোন নম্বর দিই। কিন্তু একটি ভুয়া নম্বর দিয়েছিলাম তাকে।’

আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বরুণের সিনেমা ‘বেবি জন’। এ সিনেমায় তার সঙ্গে কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বিকে দেখা যাবে। সিনেমাটিতে সালমান খানও থাকছেন অতিথি অভিনেতা রূপে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews