বছরের প্রথম দিনেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
সারাক্ষণ বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। আপনার মতো বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে।
তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহাকারীদের জন্য দুঃসংবাদ জানালো। ১ জানুয়ারি ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করা বন্ধ হয়ে যাবে ৷ অর্থাৎ ৯-১০ বছর আগের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না ৷
পুরোনো অপারেটিং সিস্টেম যাদের আছে তারা এখনই ফোন পরিবর্তন করে ফেলুন ৷ কারণ পুরোনো ফোনে আর চলবেনা হোয়াটসঅ্যাপ ৷ অ্যাপ সিকিওর, এফিশিয়েন্ট, আধুনিক বা নতুন প্রযুক্তিযুক্ত ফোন ব্যবহার করতে হবে ৷ তাহলেই কেবল হোয়াটসঅ্যাপে পুরোনো অপারেটিং সিস্টেম কাজ করা হয়ে যাবে ৷
পুরোনো অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ কাজ করবে না তার মুখ্য কারণ হলো পুরোনো সিস্টেমে ডাটা বা তথ্য সুরক্ষিত থাকবে না এই কারণেই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করা আবশ্যিক ৷ দেখে নিন ১ জানুয়ারি ২০২৫ থেকে যে যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাবে-
স্যামসাং গ্যালাক্সি এস৩, মটোরোলা মটো জি৩, এইচটিসি ওয়ান এক্স, সনি এক্সপেরিয়া জেড, স্যানসাং গ্যালাক্সি নোট ২, স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনি, মটোরোলা মটো জি (ফার্স্ট জেনারেশন), মটোরোলা রেজার এইচডি, মটো ই ২০১৪, এইচটিসি ওয়ান এক্স+, এইচটিসি ডেজায়ার ৫০০, এইচটিসি ডেজায়ার ৬০১, এলপি অপটিমাম জি, এলজি নেক্সাস ৪, এলজি জি২ মিনি, এলজি এল৯০, সনি এক্সপেরিয়া এসপি, সনি এক্সপেরিয়া টি, সনি এক্সপেরিয়া ভি।
এই হ্যান্ডসেট গুলো যারা ব্যবহার করছেন তাদের জন্য পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাড়াতাড়ি ফোন বদলে ফেলুন কেননা এবার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে ৷ শুধু অ্যান্ড্রয়েড ফোনেই নয়, বেশ কিছু আইফোনেও হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে।