1. admin@bdprothombarta.com : admin :
হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১ বার পঠিত

হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় জামায়াত আমির বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, হাসান আরিফ দীর্ঘদিন ধরে আইনাঙ্গনে অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

জামায়াত আমির আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন। আমরা তার শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews