1. admin@bdprothombarta.com : admin :
সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল গ্রেফতার - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল গ্রেফতার

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দর থেকে আটক করা হয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তাকে আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশের একটি দল।

 

এরপর ইসমাইল হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, বিমানবন্দর থেকে তাকে আটক করে থানায় দিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর গিয়েছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তার পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর বাধ্যতামূলক অবসর দেওয়া হয় ইসমাইল হোসেনকে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাতে সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, সাবেক এই সচিবের বিরুদ্ধে দেশের কোথাও মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews