1. admin@bdprothombarta.com : admin :
মানবিক বিএনপির উদ্যোগে অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

মানবিক বিএনপির উদ্যোগে অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

মানবিক বিএনপির উদ্যোগে অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও দুঃস্থ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে মানবিক বিএনপি শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

বিএনপির সম্মানিত সদস্য ও ইতালি প্রবাসী ইকবাল হোসেনের সৌজন্যে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আহবায়ক জাকির হোসেন রানা, সদস্য সচিব আমিনুল ইসলাম এবং মানবিক বিএনপির অন্যান্য নেতা কর্মীরা। এছাড়াও ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরাও এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

 

মানবিক বিএনপির এই উদ্যোগকে স্থানীয় জনগণ সাদরে গ্রহণ করেছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ শীতবস্ত্র পেয়েছে। এ সময় মানবিক বিএনপির নেতাকর্মীরা বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অসহায় মানুষদের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে পারবে বলে আমরা আশা করি।”

 

উল্লেখ্য, মানবিক বিএনপি এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনসেবায় নিয়োজিত থেকেছে। তাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews