কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিনকে (৬২) গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার বৌলাই হাবিব নগর বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। তিনি বৌলাই মূল সতাল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাব সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি বোরহান উদ্দিন। র্যাবের দলটি বৌলাই হাবিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব- ১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বোরহানউদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। এ মামলায় পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম আরো জানান, এ মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতারের পর বোরহানকে সদর থানায় হস্থান্তর করা হয়।