1. admin@bdprothombarta.com : admin :
চারদিনে জাহিন স্পিনিংয়ের দাম কমলো ৯ কোটি টাকা - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

চারদিনে জাহিন স্পিনিংয়ের দাম কমলো ৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত

চারদিনে জাহিন স্পিনিংয়ের দাম কমলো ৯ কোটি টাকা

টানা পতন থেকে বেরিয়ে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এমন ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার বদলে এসব প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে জাহিন স্পিনিং। সপ্তাজুড়ে দাম কমায় চারদিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ৯ কোটি টাকার ওপরে কমে গেছে।

 

বিনিয়োগকারীদের বড় অংশই এই প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ৯৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৯ কোটি ১০ লাখ ৬২ হাজার ৬৯৪ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬ টাকা ৭০ পয়সা।

শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০১৯ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৭ ও ২০১৬ সালে ১৫ শতাংশ করে বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

 

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৩৬৮টি। এর মধ্যে ৩১ দশমিক ১০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৬০ শতাংশ রয়েছে।

জাহিন স্পিনিংয়ের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল এইচ আর টেক্সটাইল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৯৫ শতাংশ। ৮ দশমিক ৭৫ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে নিউ লাইন ক্লোথিং।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- মেঘনা পেট্রোলিয়ামের ৮ দশমিক ২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৬ দশমিক ৯৭ শতাংশ, ম্যাক্সন স্পিনিংয়ের ৬ দশমিক ৯৪ শতাংশ, এরামিট সিমেন্টের ৬ দশমিক ৪০ শতাংশ, মিরাকেল্ড ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ২৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫ দশমিক ৮২ শতাংশ এবং আমরা টেকনোলজির ৫ দশমিক ৮২ শতাংশ দাম কমেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews