1. admin@bdprothombarta.com : admin :
গুচ্ছ ভর্তি নিয়ে ভিসিদের বৈঠক শনিবার, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

গুচ্ছ ভর্তি নিয়ে ভিসিদের বৈঠক শনিবার, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে শনিবার (২১ ডিসেম্বর) বৈঠকে বসছেন উপাচার্যরা (ভিসি)। এদিন রাত ৯টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে। তবে এতে কতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী শনিবার উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল সভা ডাকা হয়েছে। এ সভায় চলতি বছরের ভর্তি কার্যক্রম শেষ করাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মাভিপ্রবি উপাচার্য বলেন, মূলত দুটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি থাকবে। আগামী বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা একটি। মানে আগামী বছর গুচ্ছ থাকবে কি না, থাকলে কারা কারা এবং কীভাবে হবে। আরেকটি বিষয় হলো- চলতি বছরের মাইগ্রেশন বন্ধ করার বিষয়টি নিয়েও সভায় সিদ্ধান্ত হতে পারে।

 

২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া চালু হয়। সবশেষ শিক্ষাবর্ষে সাধারণ গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করেছে।

তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে জগন্নাথ, কুমিল্লা, খুলনা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

এদিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গুচ্ছ থেকে বেরিয়ে যেতে প্রশাসনকে চাপ দিচ্ছেন। একই দাবিতে সেখানে শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন।

তাছাড়া প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে তিনটি (চুয়েট, রুয়েট ও কুয়েট) বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কৃষি গুচ্ছ থেকেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews