1. admin@bdprothombarta.com : admin :
হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যুক্ত থাকেন। পরিবার থেকে বন্ধু, অফিস কলিগ থেকে শুরু করে আরও নানান ধরনের গ্রুপে যুক্ত থাকেন হোয়াটসঅ্যাপে। তবে এতো চ্যাটের ভিড়ে জরুরি মেসেজও চোখ এড়িয়ে যায়। তবে এখন আর তা হবে না, হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার।

 

হোয়াটসঅ্যাপ এরই মধ্যে এই ফিচার নিয়ে এসেছে। বিটা ইউজাররা ব্যবহারও করছেন। খুব শিগগির সাধারণ ব্যবহারকারীদের জন্যও চালু হয়ে যাবে। তবে তার দিনক্ষণ এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ।

আগে স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রে রিমাইন্ডার অপশন চালু করেছিল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, এই তালিকায় এবার অপঠিত মেসেজও রাখা হতে পারে। অর্থাৎ সেই ফিচারটিকেই আরও একটি ঘষামাজা করে নতুন মোড়কে চালু করবে হোয়াটসঅ্যাপ।

 

এই ফিচারটি ম্যানুয়ালি চালু করতে হবে ইউজারকে। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২৪.২৫.২৯ যাদের রয়েছে তারাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। তাই গুগল প্লে স্টোর থেকে এই ভার্সন সবার আগে ডাউনলোড করতে হবে। এরপর সেটিংসে যেতে হবে। সেখান থেকে নোটিফিকেশন অপশনে। তারপর যেতে হবে রিমাইন্ডার টগলে।

এবার রিমাইন্ডার অপশন চালু করলেই অপঠিত মেসেজ সংক্রান্ত নোটিফিকেশন পাঠাতে শুরু করবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এই ফিচার শুধু সেসব কন্টাক্টের জন্যই চালু করবে যাদের সঙ্গে ইউজার নিয়মিত মেসেজ আদানপ্রদান বা ইন্টারঅ্যাক্ট করেন। কোনো জরুরি মেসেজ গ্রাহকের চোখ এড়িয়ে গেলে নোটিফিকেশন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews