1. admin@bdprothombarta.com : admin :
গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন ইসরায়েলি সেনাসদস্য। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু। তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তিন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। হামাসের প্রতিরোধ যোদ্ধারা ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ হামলা চালিয়ে তাদের হত্যা করেন। সেই সঙ্গে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের একটি সামরিক যানও ধ্বংস করতে সক্ষম হয় হামাস।

কাসাম ব্রিগেডসের বিবৃতি অনুসারে, ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে নিহত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। আলাদা একটি বিবৃতিতে তারা আরও জানিয়েছে, জাবালিয়ায় একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়ে ভবনের ভেতরে ১১ জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত ও আহত হয়েছে বলেও জানিয়েছে হামাস।

 

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ।

এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অন্যদিকে, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে এরই মধ্যে অভিযুক্ত হয়েছে দখলদার দেশ ইসরায়েল।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews