কিশোরগঞ্জের ভৈরবে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে মাবুবুর মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় শহরের কমলপুর এলাকার মাদ্রাসা মার্কেটের কাছে একটি চায়ের দোকানের পেছনের রুমে এই ঘটনাটি ঘটে।
নিহত মাবুবুর কমলপুর এলাকার বাসির মিয়ার ছেলে। বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা বাসির মিয়া জানান, আমার ছেলে সিএনজি চালাতো। তবে কয়েকদিন ধরে সে বেকার ছিল। মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়ে আমার চায়ের দোকানে যায়। দোকানের পেছনের রুমে গিয়ে সে কখন ফাঁস নিয়ে আত্মহত্যা করল কেউ বলতে পারে না।
তিনি জানান, রাত ১১ টার দিকে আমার ছোট ছেলে পেছনের রুমে গিয়ে দেখে মাবুবুর ফাঁসিতে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। ঠিক কী কারণে সে এমন ঘটনা ঘটালো বুঝতে পারছি না।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া জানান, খবর পেয়ে মঙ্গলবার রাত ১টায় মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে মরদেহের ময়নাতদন্ত জন্য কিশোরগঞ্জ পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেব।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com