1. admin@bdprothombarta.com : admin :
সাভার সিএমএইচ থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

সাভার সিএমএইচ থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত

দুই ঘণ্টার অধিক সময় সাভার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

 

তিনি বলেন, মহাসচিব বাসায় পৌঁছেছেন। মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন।এখন তিনি বিশ্রামে আছেন। সাভার সিএমএইচে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন।

ডা. জাহিদ বলেন, হাজার হাজারও নেতা-কর্মীকে নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এত ভিড় ছিল যা না দেখলে বোঝানো সম্ভব না। এই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন অসুস্থ হয়ে পড়েন।

সিএমএইচএর চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে ভর্তি করে দ্রুত চিকিৎসাসেবা শুরু করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছে জেনে দ্রুত নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান সিএমএইচে আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews