1. admin@bdprothombarta.com : admin :
বিজয়ের দিনে উদ্ভাবনী বিজ্ঞান অলিম্পিয়াডে ত্বসীন-জারিফের বিশ্বজয় - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

বিজয়ের দিনে উদ্ভাবনী বিজ্ঞান অলিম্পিয়াডে ত্বসীন-জারিফের বিশ্বজয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

বিজয় দিবসের সকালে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশের দুই তরুণ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী বিজ্ঞান প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রোজেক্ট অলিম্পিয়াডে (উইসপো)’ শীর্ষ ৪৫ দেশকে পেছনে ফেলে প্রকৌশল ও প্রযুক্তি ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণপদক। আরেকটি ক্যাটাগরিতে বাংলাদেশি দুই তরুণ জিতে নিয়েছেন রৌপ্যপদক।

 

পদকজয়ী দুই তরুণ হলেন—ত্বসীন ইলাহি ও জাবীর জারিফ আখতার। ত্বসীন-জারিফের দুটি প্রজেক্ট ছিল। ‘আইস্পার্ক’ প্রজেক্ট দিয়ে নিরাপদ সড়কযাত্রা নিশ্চিতে প্রযুক্তি উদ্ভাবন করে তাক লাগিয়েছেন। হাইড্রো প্লাক্সমা এক্স প্রজেক্টে পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন তারা।

ত্বসীন ইলাহি রাজশাহীর কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আর জাবীর জারিফ আখতার ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ছেন।

 

জানা যায়, আন্তর্জাতিক উদ্ভাবনী বিজ্ঞান প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রোজেক্ট অলিম্পিয়াডের (উইসপো)’ এবারের আসর বসেছে ইন্দোনেশিয়ায়। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অলিম্পয়াডে বিশ্বের ৩০টি দেশ থেকে এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও দেশেটির সায়েন্টিফিক সোসাইটির যৌথ উদ্যোগে বেনডংয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রতিনিধি হয়ে অলিম্পিয়াডে অংশ নেন ত্বসীন ইলাহি ও জাবীর জারিফ আখতার। প্রতিযোগিতা শেষে স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে বাজিমাত করেন বাংলাদেশের দুই তরুণ।

 

প্রতিযোগিতায় শীর্ষ ৪৫টি দলকে পেছনে ফেলে ‘প্রকৌশলী ও প্রযুক্তি’ বিভাগে ‘অরাগার্ড স্বর্ণপদক’ জয় করেছেন তারা। এই ক্যাটাগরিতে বিজয়ী প্রজেক্টের নাম ‘আইস্পার্ক’। নিরাপদ সড়কযাত্রা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার উদ্ভাবন করে স্বর্ণপদক জিতে নেয় আইস্পার্ক

।প্রজেক্ট আইস্পার্ক

প্রযুক্তি দিয়ে কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদযাত্রা নিশ্চিত করা যায়—তা আইস্পার্ক প্রজেক্টে দেখানো হয়েছে। উপস্থানায় উদ্ভাবক ত্বসীন-জারিফ একটি বিশেষ ডিভাইস বানিয়ে দেখান। ডিভাইসটিতে একটি সিপিইউ, ট্যাবলেট, টেকোমিটার, ক্যামেরা, ভাইব্রেটর ও লিডার ব্যবহার করা হয়।

 

ডিভাইসটি মূলত অনেকগুলো সেন্সর একসঙ্গে ইন্টিগ্রেট করে। সিপিইউ সে অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং চালককে রক্ষা করে। বিভিন্ন পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে চালকের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভুলের সমাধান দেয় এবং সড়কে সবাইকে নিরাপদ রাখে।

 

হাইড্রো প্লাক্সমা এক্স প্রজেক্ট

পরিবেশ বিজ্ঞান বিভাগে রৌপ্যপদক জয় করে জারিফ-ত্বসীনের ‘হাইড্রো প্লাক্সমা এক্স’ প্রজেক্ট। হাইড্রো প্লাক্সমা এক্স প্রজেক্টে পানি বিশুদ্ধকরণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখানো হয়। কলমের সমান ছোট্ট ডিভাইসের মাধ্যমে পানিতে হাই-ভোল্টেজ দিয়ে জীবাণু ধ্বংস করার প্রক্রিয়া তুলে ধরা হয়েছে এ প্রজেক্টে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews