কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উপজেলার জগন্নাথপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শাহিনুর ও রাজন। তিন নারীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের দুই চালক পালিয়ে যায়। নামে দুই জনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিন মহিলার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া।
স্থানীয়রা জানান, সকালে নরসিংদীর নিলকুঠী এলাকা থেকে পিকআপভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। সিএনজিচালিত অটোরিকশাটিও ভৈরবের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিকে থেকে আরেকটি গাড়ি আসলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।
নিহত অটোরিকশাচালক শাহীন আলমের বাবা পরশ মিয়া বলেন, গত ৫ বছর আগেও আমি এক ছেলেকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। আজ আবার আমার আরেক ছেলেকে হারালাম। নিষ্ঠুর সড়ক আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমি চালকের বিচার চাই।
নিহত রাজনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, বাজার করতে আমার ছেলে ভৈরবে যাচ্ছিল। সকালে নাস্তা খেয়ে বাজার করতে আমার সঙ্গে শেষ কথা বলে। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ফোন আসে আমার ছেলে এক্সিডেন্ট করেছে। আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এখন কীভাবে চলব।
ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া কালবেলাকে জানান, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গাড়িগুলো আটক করে থানায় আনা হয়েছে কিন্তু দুই চালক পালিয়ে গেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com