জনসংখ্যায় পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ রয়েছি, গোটা ভারতে ১৭ শতাংশ। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না, আমরাই হবো সংখ্যাগুরু। এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
শনিবার (১৪ ডিসেম্বর) কলকাতার আলিপুর ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এডুকেশনাল কনফারেন্সের ৩০তম সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠান থেকেই এমন মন্তব্য করেন কলকাতার মেয়র।
তিনি বলেন, আমরা এমন একটি সম্প্রদায়ের মানুষ, যারা পশ্চিমবঙ্গে ৩৩ শতাংশ রয়েছি, গোটা ভারতে ১৭ শতাংশ। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আমরা নিজেদের কখনোই সংখ্যালঘু ভাবি না। যদি পরমপিতার আশীর্বাদ এবং শিক্ষা সঙ্গে থাকে, তাহলে আমরা আর সংখ্যালঘু থাকবো না। খুব তাড়াতাড়ি আমরা সংখ্যাগুরু হবো।
কলকাতার মেয়র আরও বলেন, আমি দেখি, আমাদের সম্প্রদায়ের মানুষজন কিছু হলেই মোমবাতি মিছিল করে আর ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে। কিন্তু আমি বলি, মিছিল করে জাস্টিস পাওয়া যায় না। নিজেকে এমনভাবে তৈরি করো, যেন তুমি নিজেই বিচার করবে, বিচার চাইবে না।
ফিরহাদ হাকিম আরও বলেন, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হাতেগোনা কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিচারপতি রয়েছেন। তাদের সংখ্যা এত কম কেন? কারণ, আমাদের সেই যোগ্যতা অর্জন করতে দেওয়া হয়নি। সেই দিন আর দূরে নেই, আমাদের সম্প্রদায়ের মানুষরা বিচার দেবে, আর বিচার চাইবে না।