1. admin@bdprothombarta.com : admin :
তামিম-মুমিনুলের চট্টগ্রামকে সহজেই হারালো আকবর আলীর রংপুর - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

তামিম-মুমিনুলের চট্টগ্রামকে সহজেই হারালো আকবর আলীর রংপুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

রংপুরের দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ আর আলাউদ্দীন বাবু প্রথম সেশনেই দুর্দান্ত বোলিং করেছেন। তাদের ৪+৪ =৮ ওভারেই তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, ইরফান শুক্কুররদের নিয়ে সাজানো চট্টগ্রামের সমৃদ্ধ ও শক্তিশালী ব্যাটিংয়ের বারোটা বেজে যায়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বুধবার তামিম ইকবাল করেন ১০ বলে ১৩। তামিমের সঙ্গী হিসেবে ওপেন করা মাহমুদুল হাসান জয় (১২ বলে ১৪), অধিনায়ক ইয়াসির আলী (১৮ বলে ১৯), মুমিনুল হক (২১ বলে ২৭) ও ইরফান শুক্কুর (১৯ বলে ২০) কেউই বড় রান করতে পারেননি। ফলে ৯ উইকেটে ১৩২ রানেই আটকে যায় চট্টগ্রাম।

মুকিদুল মুগ্ধ ১৭ রানে ৩ টি আর আলাউদ্দীন বাবু ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট দখল করে চট্টগ্রামের ইনিংসকে ছোট করে দেন।

জবাবে রংপুরের কেউ বড় ইনিংস সাজাতে না পারলেও তানবীর হায়দার ( ৩৭ বলে ৪১), নাইম ইসলাম (১২ বলে ২৪), অধিনায়ক আকবর আলী (১৯ বলে ২৫), আরিফুল হক (১২ অপরাজিত) ও আলাউদ্দীন বাবু (১০ অপরাজিত) গড়পড়তা অবদান রাখলে ১৯ বল আগেই ৫ উইকেটের অনায়াস জয় তুলে নেয় রংপুর।

 

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম: ২০ ওভারে ১৩১/৯ (মাহমুদুল হাসান জয় ১৪, তামিম ইকবাল ১৩, ইয়াসির আলী ১৮, মুমিনুল ২৭, ইরফান শুক্কুর ২০, আহমেদ শরীফ ১৫ অপরাজিত; মুকিদুল মুগ্ধ ৩/১৭, আলাউদ্দীন বাবু ২/৯)

রংপুর: ১৬.৫ ওভারে ১৩৪/৫ (চৌধুরী রিজওয়ান ১৫, তানবীর হায়দার ৪১, নাইম ইসলাম ২৪, আকবর আলী ২৫, আরিফুল হক ১২ অপরাজিত, আলাউদ্দীন বাবু ১০ অপরাজিত)।

ফল: রংপুর ৫ উইকেটে জয়ী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews