দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খালেকুজ্জামান বুলুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। বুধবার (২১ আগস্ট) সকালে ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে দেবীগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। সে সময় ৩ ঘন্টা যাবৎ রংপুর-দিনাজপুর মহাসড়কের সকল যানবাহন চলাচল বন্ধ করে রাখে শিক্ষার্থীরা।
মানবন্ধনে ছাত্রীরা বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণ,নারী কেলেংকারী সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলু বিভিন্ন দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত আছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা । আমরা তার পদত্যাগ চাই। দ্রুত পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানায় তারা ।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের প্রধান দাবি আমরা দূর্নীতিমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান চাই। এবং দূর্নীতি মুক্ত করতে হলে প্রধান শিক্ষকের পদত্যাগ বাধ্যতামূলক বলে জানায় তারা।
স্থানীয়রা জানান, ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের পাশেই প্রধান শিক্ষকের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,তিনি সেখানেই বেশি সংখ্যক সময় দেন।
এ বিষয়ে ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে বিদ্যালয়ের অফিসে পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের আরও কোন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা জানালে শিক্ষার্থীরা বলেন আমাদের আর কোন শিক্ষকের নামে অভিযোগ নাই।সহুধু প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।
পরে ২৪ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলু -কে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপরও যদি পদত্যাগ না করেন তাহলে আবারও মহাসড়ক অবরোধ করবে বলে জানিয়েছেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com