1. admin@bdprothombarta.com : admin :
সড়ক ও মহাসড়কে শুকানো হচ্ছে খড় ও ধান, দুর্ঘটনার আশঙ্কা - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

সড়ক ও মহাসড়কে শুকানো হচ্ছে খড় ও ধান, দুর্ঘটনার আশঙ্কা

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলাপ্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়কের ওপর শুকানো হচ্ছে খড়, ধান। এতে সংকুচিত হয়ে পড়ছে সড়কের অর্ধেক রাস্তা। যানবাহনসহ চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে চালকদের। প্রায় ঘটছে ছোট-বড় অনেক দূর্ঘটনা। এমনকি রাস্তার পথচারীদের পড়তে হচ্ছে বিপাকে। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক, ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের অলওয়েদার সড়ক, কিশোরগঞ্জ – ময়মনসিংহ মহাসড়ক, কিশোরগঞ্জ- করিমগঞ্জ সড়ক,কিশোরগঞ্জ-নিকলী-বাজিতপুর-কুলিয়ারচরসহ গ্রামের বিভিন্ন সড়কে শুকানো হচ্ছে খড় ও ধান।

কৃষকরা বলছেন, সড়কে খড় শুকাতে দিলে তেমন কষ্ঠ করতে হয় না। এক দিনেই খড় শুকানো হয়ে যায়। তাই বেশির ভাগ মানুষ ধান ও কড় শুকাচ্ছে। যদি ও মহাসড়ক আইন  ২০২১ অনুযায়ী ফসল, খড় বা অন্য কোনো পণ্য শুকানো বা এ ধরনের কোনো কাজে মহাসড়ক ব্যবহার করা যাবে না উল্লেখ রয়েছে, তবু মানছে না এলাকার মানুষ।

জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বোরো চাষিরা মাঠ থেকে ধান কেটে রাস্তায় রাখছেন। আবার সেখানেই ধান মাড়াই করে খড় রাস্তায় বিছিয়ে শুকাচ্ছেন। ওই সব খড়ের ওপর দিয়ে আতঙ্ক নিয়ে চলাচল করছে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ অটোরিকশা, অটো ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল। মাঝে মধ্যে খড়ের ওপরে চলতে গিয়ে পিছলে পড়ছে ছোট যানবাহন। তবু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে পথচারীরা।
চালকেরা বলছেন, নিজের সম্পদ মনে করে সড়কে এভাবে ধান ও খড় বিছিয়ে রাখে। ধান ও খড়ের কারণে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তা তারা চিন্তা করে না। কখন যে দুর্ঘটনার কবলে পড়ি, ভয় পাই।
মোটরসাইকেল আরোহী সাইদুল ও সোহেল জানান, কোনো বাস বিপরীত দিক থেকে এলে পাশ কাটিয়ে ব্রেক করা হয়। কিন্তু সড়কে খড় থাকার কারণে মোটরসাইকেলটি স্লিপ করে। এতে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। রাস্তায় খড় রাখার কোনো নিয়ম না থাকলেও দিব্যি খড় শুকানো হয়। এতে যে দুর্ঘটনা ঘটার শঙ্কা বাড়ে, তা নিয়ে কারও চিন্তা নেই।
বাসচালক আরিফ বলেন, ‘আমি কিশোরগঞ্জ-ঢাকা বাস চালাই। আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে হয়। রাস্তায় খড় থাকলে গাড়ি জোরে চালানো যায় না। জোরে চালালে দুর্ঘটনা ঘটবে। তবু জীবনের ঝুঁকি নিয়ে বাস চালাতে হয়। বিশেষ করে দুটি গাড়ি ‘ক্রসিং’ করার সময় সড়কের একেবারে কিনারে চলে যেতে হয়। এমনকি যারা ধান ও খড় শুকানোর জন্য সড়কের ওপর থাকে, তাদেরও হতাহতের ঝুঁকি থাকে। এ ছাড়া যানজট তো আছেই।’
সুশীল সমাজের প্রতিনিধি আহসান উল্লাহ বলেন, ‘কৃষক ও কৃষি যেমন বাঁচাতে হবে, তেমনি সড়কে চলাচলকারী মানুষকেও বাঁচাতে হবে। আইন রয়েছে, সড়কে খড় শুকানো যাবে না। সবার সম্মিলিত চেষ্টায় আমাদের আইন বাস্তবায়ন করতে হবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর বোরো আবাদ হয়েছে ১ লাখ ৬৭ হাজার ১৫০ মেট্রিকটন। চলতি বছর ধান উৎপাদন হয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৮৫৬ মেট্রিকটন। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরা ধানের বাম্পার ফলন হয়েছে। প্রয়োজনীয় জায়গার অভাবে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের ওপর কৃষকেরা এসব ধান ও খড় শুকাচ্ছেন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, ‘সড়কে খড় শুকাতে নিষেধ করা হয়। আমরা প্রতিনিয়তই তাদের সতর্ক করি এই বলে যে সড়কে খড় শুকাতে দিলে দুর্ঘটনা ঘটার শঙ্কা বাড়ে। এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’
কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘গ্রামীণ সড়কে খড় শুকানোর বিষয়টি সমন্বয় সভায় উপস্থাপন করব।’
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন বলেন, সচেতনতা বাড়াতে পুলিশ কাজ করছে। আইনের ব্যত্যয় ঘটলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews