মোহাম্মদ রুবেল ,কিশোরগঞ্জ প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশে কিশোরগঞ্জের করিমগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গুজাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার বিকালে গুজাদিয়া ইউনিয়নের শিমুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক কামাল।
গুজাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ কাজল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিটনের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন করিমগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার গোলাপ।
প্রধান আলোচক ছিলেন- করিমগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আলী বাদশাহ।
কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি ছিলেন- করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহিদুল আলম তৌফিক, সহ-সভাপতি বুলবুল আহমেদ, প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ রাসেল, গুজাদিয়ার ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান ফজু।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ আহমেদ টিটুল। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com