1. admin@bdprothombarta.com : admin :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মোঃ রুবেল, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ প্রকাশের জেরে সোহানুর রহমান সোহান নামে এক সাংবাদিককে গালিগালাজ ও ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক থানায় জিডি করেছেন। তিনি বিজয় টিভি ও একটি দৈনিক পত্রিকার ভৈরব প্রতিনিধি।

এ ঘটনায় স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা লিখিতভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া পুলিশ প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ২০ মার্চ ভৈরব থানা পুলিশ ছিনতাই হওয়া ৪ লাখ টাকাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। আটক ছিনতাইকারীদের মধ্যে সাব্বির নামে একজন পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে জানায় পুলিশ।

এ বিষয়ে অন্যান্য সাংবাদিকদের মতো সোহানও তার গণমাধ্যমে সংবাদ পরিবেশন করেন। সংবাদ প্রকাশের পর জেলা ছাত্রলীগ সাব্বিরকে পদ থেকে বহিষ্কার করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ওই তিন নেতা ফেসবুকে সোহানকে অকথ্য ভাষায় গালিগালজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ছাত্রলীগের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে থানায়  জিডি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সোহান জানান, যারা আমাকে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেছেন, তাদের ফেসবুকের স্ক্রিনশট থানায় জমা দিয়েছি। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews