মোঃ রুবেল, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ প্রকাশের জেরে সোহানুর রহমান সোহান নামে এক সাংবাদিককে গালিগালাজ ও ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক থানায় জিডি করেছেন। তিনি বিজয় টিভি ও একটি দৈনিক পত্রিকার ভৈরব প্রতিনিধি।
এ ঘটনায় স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা লিখিতভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া পুলিশ প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অন্যান্য সাংবাদিকদের মতো সোহানও তার গণমাধ্যমে সংবাদ পরিবেশন করেন। সংবাদ প্রকাশের পর জেলা ছাত্রলীগ সাব্বিরকে পদ থেকে বহিষ্কার করে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ওই তিন নেতা ফেসবুকে সোহানকে অকথ্য ভাষায় গালিগালজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ছাত্রলীগের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে থানায় জিডি করেন।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সোহান জানান, যারা আমাকে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেছেন, তাদের ফেসবুকের স্ক্রিনশট থানায় জমা দিয়েছি। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।