মোহাম্মদ রুবেল,ঢাকা
আইডিয়াল ল কলেজে এলএল.বি ১ম পর্ব (২০২১-২০২২) পরীক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন এলএল.বি ১ম পর্বের পরীক্ষার বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ১২ই জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর ফার্মগেট সংলগ্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ল কলেজের কনফারেন্স রুমে অত্র প্রতিষ্ঠানের এলএল.বি ১ম পর্ব (২০২১-২০২২) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়।
অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মোঃ হায়দার আলী স্যারের সাবলীল ও চমকপ্রদ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের এলএল.বি প্রথম পর্বের শিক্ষার্থী মোঃ গিয়াস উদ্দিন পরশ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের এলএল.বি প্রথম পর্বের শিক্ষার্থী শীতেষ চন্দ্র বিশ্বাস ও নাজমা দিল নেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডঃ আব্দুল হালিম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আইডিয়া ল কলেজের সুযোগ্য ও স্বনামধন্য প্রিন্সিপাল মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী এবং ইউসিসি’র সম্মানিত ডিরেক্টর মোঃ কামাল হোসেন পাটোয়ারী।
শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সুনিপুণ দিকনির্দেশনা প্রদান করেন এডভোকেট মোঃ বাকি মোর্তজা ও মোঃ হায়দার আলী স্যার।এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সামাদ, এডভোকেট মনিরা খাতুন, এডভোকেট আরিফুর রহমান প্রধান।
আলোচনা সভা শেষে সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের নির্দেশনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের এলএলবি প্রথম পর্বের ছাত্র মোঃ গিয়াস উদ্দিন পরশ।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক মন্ডলী সহ এলএলবি প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ ও প্রতিষ্ঠানের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।