মোহাম্মদ রুবেল,কিশোরগঞ্জ:
সারাদেশ কাপছে শীতে।কনকনে শীতে ও হিমেল হাওয়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতের উষ্ণতা শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে কিশোরগঞ্জে।
শনিবার বিকালে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাতের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন মহিনন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আলী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাজহারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জয়নাল আবেদীন,ইউপি সদস্য খাইরুল ইসলাম,বিল্লাল হোসেন,হুমায়ুন কবির।
শীতবস্ত্র বিতরণকারী সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাত বলেন,কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে আমরা গরীব দু:খী অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।এরই ধারাবাহিকতায় মহিনন্দ ইউনিয়নের ৫ শতাধীক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি।সমাজের বিত্তবানদের ও আহবান জানাচ্ছি অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর।
এ সময় ৫ শতাধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।