1. admin@bdprothombarta.com : admin :
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সাংবাদিক অবহিতকরণ সভা ২০২৩ অনুষ্ঠিত - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সাংবাদিক অবহিতকরণ সভা ২০২৩ অনুষ্ঠিত

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পঠিত
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সাংবাদিক অবহিতকরণ সভা ২০২৩ অনুষ্ঠিত

জাতীয় পুষ্ঠিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্থবায়নে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ১০ ডিসেম্বর রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সাংবাদিক অবহিতকরণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা:মো:সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  এ সময় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ।

সিভিল সার্জন ডা:মো:সাইফুল ইসলাম জানান,জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন, আগামী ১২ ডিসেম্বর ২০২৩ইং দিন ব্যাপী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের একটি অগ্রাধিকার কর্মসূচি স্বাস্থ্য বিধি মেনে সফল ভাবে কার্যক্রম পরিচালিত হবে। তিনি আর ও বলেন,
বাংলাদেশের ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রোগ প্রতিরোধে জনসাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সকলের সার্বিক সহযোগিতায় সফলভাবে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১২ ডিসেম্বর ২০২৩ ইং নির্ধারিত ইপিআই টিকা দান কেন্দ্র সমূহে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রোগ প্রতিরোধে ৬-১১ মাসের সকল শিশুকে (১ লাখ আই ইউ) ১টি নীল রংঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাসের সকল শিশুকে (২ লাখ আই ইউ) ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া কিশোরগঞ্জ জেলায় ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী ও বাজিতপুর উপজেলা দুর্গম এলাকা হওয়ায় ক্যাম্পেইন পরবর্তী ৪ (চার) দিন ১৩,১৪,১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৩ ইং চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় ভিটামিন
এ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর ২০২৩ ইং সফলভাবে উদযাপনের জন্য যাবতীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ বিশাল কার্যক্রমকে
সফলভাবে উদযাপনের নিমিত্তে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ সমন্বয়ে কিশোরগঞ্জ জেলায় স্বল্প সংখ্যক জনবল দিয়ে এ বিশাল কার্যক্রম
পরিচালনা করা মোটেও সম্ভব নয়। তাই শিক্ষক ছাত্র-ছাত্রী, আনসার ভিডিপি সদস্য, ঠিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট রেড ক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মী সহ বিভিন্ন বিভাগের প্রায় ৪৬১৩ জন স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন করা হয়েছে। এ মতাবস্থায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পিং ১২ডিসেম্বর ২০২৩ ইং সফলভাবে উদযাপনের নিমিত্তে আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আদালত প্রাঙ্গনে টিকা দান কার্যক্রম চালু নেই তবে আদালত প্রাঙ্গণের পাশেই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টিকার কর্মসূচি কার্যক্রম রয়েছে। ভ্রাম্যমান মোবাইল কোর্ট দ্বারা জেলার সকল ভ্রাম্যমান শিশুদের
টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। ঠিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন হবে কিশোরগঞ্জ সদর ২৫০ জেনারেল হাসপাতাল ১২ ডিসেম্বর ২০২৩ইং।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews