1. admin@bdprothombarta.com : admin :
কক্সবাজার এক্সপ্রেস’ উদ্বোধনের প্রথম দিনেই ট্রেনটিতে কাটা পড়ে লাকসামে এক যুবকের মৃত্যু  - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

কক্সবাজার এক্সপ্রেস’ উদ্বোধনের প্রথম দিনেই ট্রেনটিতে কাটা পড়ে লাকসামে এক যুবকের মৃত্যু 

মোহাম্মদ রুবেল, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ উদ্বোধনের প্রথম দিনেই ট্রেনটিতে কাটা পড়ে কুমিল্লার লাকসামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে লেকের পাড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকাগামী ছিল। এদিন রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে থানার (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকের নাম হোসেন রাব্বি সুজন (২২)। তিনি লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন,

নিহত হোসেন রাব্বি গত কয়েকদিনের পূর্বে তার নিজের ফেসবুক আইডিতে লেখা ”আমার মৃত্যুর পর হয়তো অনেক আমাকে মনে রাখবে। আবার অনেক ইন্না লিল্লাহি ও সম্পুর্ন পড়বে না। আজ আছি আমি কাল হয়তো নাও থাকতে পারি।কিন্তু আমার কৃতকর্ম গুলো থেকে যাবে। আপনার সাথে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। আমার হেদায়েত জন্য দোয়া করবেন”। এছাড়াও মৃত্যুর কয়েকঘন্টা পূর্বেও নিজ আইডিতে লেখা রয়েছে, “বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন আল্লাহ হাফেজ সবাই কে ভালো থাকবেন”। তবে স্থানীয়দের ধারণা প্রেম সংক্রান্ত কারণে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

 

ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে অসুবিধা হচ্ছে।

ওসি আরো বলেন, এলাকার লোকজন তাকে পার্শ্ববর্তী গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে হোসেন রাব্বি সুজন বলে দাবি করছেন। পরিচয় নিশ্চিত করতে সিআইডির সহযোগিতা চাওয়া হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটের এই ট্রেনটি পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। লাকসামেই প্রথমবার ট্রেনটিতে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews