দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন হেভিওয়েট আওয়ামী লীগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সাবেক আওয়ামী লীগ এবং বিএনপির সংসদ সদস্যরা।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে নৌকা পেয়েছেন নতুন মুখ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ। নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন এবং এ আসনের দুইবারের বিএনপির সাবেক সংসদ সদস্য, বিএনপি থেকে ছয় বারের বহিস্কৃত মেজর আখতারুজ্জামান রঞ্জন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে নৌকা পেয়েছেন আফজাল হোসেন। এ নিয়ে টানা চারবার নৌকা পেলেন তিনি। নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
মঙ্গলবার পর্যন্ত জেলার ৬ টি আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৯ জন। এদের মধ্যে জমা দিয়েছেন ১ জন।