কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন পেলেন যারা
মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত :
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
২৯৫
বার পঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নতুন ও বয়সে নবীন প্রার্থীদের উপর আস্থা রাখছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর করতে যতটা সম্ভব পুরনো মুখ বদলে নতুন মুখ আনার কৌশল নিয়েছেন বলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন। স্থানীয় জনগণ ও বিষয়টিকে ভালোভাবে নেয় না। এছাড়া নতুন যেসব প্রার্থীকে মনোনয়ন বোর্ড বেছে নিয়েছে তারা সবাই জনপ্রিয় বলে জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। যদিও কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে দুইটিতে পরিবর্তন করা হয়েছে। পুরাতন চারজন প্রার্থী বর্তমান এমপি ও সাবেক তিন রাষ্ট্রপতির সন্তান। এছাড়াও পারিবারিকভাবেই আওয়ামী লীগের ঐতিহ্য বহন করছে। কিশোরগঞ্জ ১ (সদর – হোসেনপুর )জাকিয়া নূর লিপি এমপি, কিশোরগঞ্জ ২ (কটিয়াদী – পাকুন্দিয়া) আব্দুল কাহার আকন্দ ,কিশোরগঞ্জ ৩ (তাড়াইল- করিমগঞ্জ)নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ ৪(ইটনা- মিঠামইন -অষ্টগ্রাম) মোঃ রেজওয়ান আহমেদ তৌফিক এমপি। কিশোরগঞ্জ ৬ ( ভৈরব- কুলিয়ারচর) আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি। রবিবার বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলার জন্য গণভবনে দলীয় প্রধান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডেকেছিলেন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের।