কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত সরকারি অফিস গুলোতে সংবাদপত্র গুলোতে যে সকল বিজ্ঞাপন দেওয়া হয় তার বেশিই ভাগ অল্পকিছু পত্রিকাকে কেন্দ্র করে দিয়ে থাকে। অনেক সময় কিছু ধরা বাধা নিয়ম থাকে টপ জাতীয় পত্রিকাগুলোতে দিতে হবে সেই ক্ষেত্রে কোন কথা থাকে না টপ পত্রিকাতে তো দিতেই হবে। তবে প্রায় সময় , মনগড়া নিজেদের পছন্দের সাংবাদিকদের পত্রিকায় বেশি বেশি বিজ্ঞপন দিয়ে থাকে। একজন সাংবাদিক জাতীয় দৈনিক বা আঞ্চলিক পত্রিকায় যেখানেই কাজ করুক না কেন বিজ্ঞাপন তার আয়ের একটি উৎস। একটি পত্রিকায় যদি নির্দিষ্ট কোন সরকারি প্রতিষ্ঠান থেকে একাধিক বিজ্ঞাপন আসে তাহলে আমরা ধরে নিতে পারি ব্যক্তিগত কোন স্বার্থ এখানে জড়িত তাই অন্য সাংবাদিকের হক নষ্ট করা হচ্ছে। সমহারে বিজ্ঞাপন বন্টন করে দেওয়ার মত বা তদারকি করার মত কোন মহল নেই বললেই চলে। যার যত বেশি পরিচিতি বা চাওয়ার ক্ষমতা রয়েছে তারাই বেশি বিজ্ঞাপন পাচ্ছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com