প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হোসেনপুর উপজেলার নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
বাদ জুম্মা মসজিদে মরহুমার আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক,কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন,কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ,সাবেক সাংসদ এড.সোহরাব উদ্দিন,প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি,ডিবি প্রধান হারুন অর রশিদ,জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,আলজামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ হাজারো মানুষ কুলখানিতে অংশ নেয় ও মরহুমার আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
উল্লেখ্য,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন এর মমতাময়ী ‘মা’ জরিনা বেগম (৮৬)
গত ১৫ অক্টোবর রবিবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনু দুরারোগ্য ব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন শারিরিক জটিলতায় ভূগছিলেন।