কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফজিলাতুল নিসা আল ইসলামিয়া কওমি মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া পুরাতন বাজার ঠুটারজঙ্গল এলাকায় মাদরাসায় এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, রুপালি ব্যাংকের সাবেক পরিচালক ও সাফার সাবেক প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন এফসিএমএ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রবীন শিক্ষক মো:লেহাজ উদ্দিন রঙ্গুসহ,স্থানীয় নেতাকর্মী,আলেম উলামা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন এফসিএমএ বলেন,আমার জীবন টা জাতির পিতার আদর্শ নিয়ে সততার সাথে কাটিয়েছি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ সকল সেক্টরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। যার সুফল আজ বাংলার জনগণ ভোগ করছে।তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মত রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।