কিশোরগঞ্জে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা আ.লীগ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আ.লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম এ আফজল,যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু,এড.আবু সাইদ ইমাম,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল,জেলা আ.লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল,অজয় কর খোকন,পৌর মেয়র মাহমুদ পারভেজ,জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ জাহাঙ্গীর পল্লব,জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান প্রমুখ।এ সময় শোভাযাত্রায় কয়েকহাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।