1. admin@bdprothombarta.com : admin :
কাঁচাবাজারের চাপে সেতুতে পথচারীর চলাচলের রাস্তা বন্ধ - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

কাঁচাবাজারের চাপে সেতুতে পথচারীর চলাচলের রাস্তা বন্ধ

মোহাম্মদ রুবেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

কিশোরগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা নরসুন্দা নদীর উপর নির্মিত পৌর মাছ মহল ব্রিজের সিংহভাগই কাঁচামালের দখলে। এতে ব্যাহত হচ্ছে যানচলাচল।দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। রাতপোহালেই দেখা মিলে সেতুর দুপাশে কাচামাল সহ অসংখ্য দোকান পাট। সরকারী এ সেতুর প্রায় সবটুকুই কাঁচামাল ও বিভিন্ন দোকানীদের দখলে। সরকারী সেতুর কোন নিজস্বতার বালাই নেই বল্লেই চলে। কাঁচামালের পসরা সাজিয়ে বসেন বিক্রেতাগণ, কিন্তু চলাচলে ভোগান্তি দেখলেও তারা আছেন তাদের ব্যাবসা নিয়েই ব্যস্ত। রাস্তার উপরেই থাকে কাচামাল ভর্তি সরঞ্জাম, বস্তা ও ক্যারেট। যত্রতত্র বসে চলে বিক্রি, চলাচলের ঘটে ব্যাপক ভোগান্তি আর সীমাহীন যন্ত্রনা।

বাজারের কাচামালের দুর্গন্ধযুক্ত ময়লার যেন বলার শেষ নেই। একাধিক কাঁচামালের দোকানীর সাথে কথা বলে জানা যায়-নির্ধারিত কোন কাঁচামালের শেড না থাকায় এমনটা হচ্ছে। অন্যদিকে বাজারের প্রধান সড়কটির সৌন্দর্যের কমতি ও হ-য-ব-র-ল পরিবেশ ভাসমান রয়েছে।পলিথিন কাগজ টাঙ্গিয়ে অগোছালো ছাওনীতে বেমানান সেজেছে সেতুটি।বাজারে আসা ক্রেতা আকরাম বলেন, এলোপাতাড়িভাবে কাঁচামালের বাজারটিতে প্রতিদিন ছাত্র/ছাত্রী, যানবাহন ও জনচলাচলের ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি করে।জেলা প্রশাসনের কাছে জোর দাবী জানাই অচিরেই মহলটি নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করার জন্য।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া বলেন-অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেতুর দুপাশের বাজার উচ্ছেদ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews