কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি কিশোরগঞ্জ অদম্য বাংলাদেশ সভাপতি বাদল রহমানের (৬২) রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে জেলা শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারি বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান মিলন জানান, গতকাল রাত ৮টার দিকে বাসা থেকে হাঁটতে বের হয়ে আর বাসায় ফেরেননি বাদল রহমান। আজ সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আতাউর রহমানের দাবি, তার ভাইকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসপি মোহাম্মদ রাসেল শেখ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com