৬ মে রাত্রি ২১.৪৫ ঘটিকায় ১০১১ (এক হাজার এগারো) পিস ইয়াবা ট্যাবলেটসহ বাজিতপুর থানাধীন বাহেরবালী খেয়া নৌকা ঘাটে অভিযান পরিচালনা করে বিবাদী ১। জামান মিয়াজি (২৫), পিতা- ইব্রাহিম মিয়াজি, মাতা- আসিয়া খাতুন, ২। মাকসুদুল হাসান @ মাসুম (২৫), পিতা- আক্কেল আলী, মাতা- পারভীন বেগম, উভয় সাং- পুরাকান্দা (মাইজচর), থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে বাজিতপুর থানা পুলিশ গ্রেফতার করেন। ০৬ মে রাত্রি ২০.৩৫ ঘটিকায় কিশোরগঞ্জের বাজিতপুর থানা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) সজীব সাহা অভিজিৎ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া ১০১১ (এক হাজার এগারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ২১.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com