১৯৬ তম ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আগত মুসল্লিদের নিরাপত্তায় পাঁচ স্তরে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
দেশের অন্যতম প্রাচীন ঈদগাহ মাঠ রয়েছে কিশোরগঞ্জের বুকে। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের জামাত শুরু হয় শটগানের ফাঁকা গুলির শব্দে। এটি এই ময়দানের বহুকালের ঐতিহ্য। ঈদ জামাতের বিশালতার কারণে পেছনের মুসল্লিদের সালাত শুরু সংকেত দেওয়ার উদ্দেশ্যে ফাঁকা গুলি ছোড়ার প্রচলন হয় বলে জানান স্থানীয়রা।
শোলাকিয়া ঈদগাহ ময়দানের সর্বশেষ সার্বিক পরিস্থিতির বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যম কে জানান, এবারও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। শোলাকিয়া ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারের ঈদের জামাতে মাস্ক, টুপি ও জায়নামাজ ছাড়া আর কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা।
কিশোরগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন ২০১৬ সাল থেকে আমরা সব সময় বাড়তি ব্যবস্থা গ্রহণ করে থাকি ও করছি। তাই আমরা কিছু বাড়তি আয়োজন করেছি। এর মধ্যে ময়দানকে লক্ষ্য করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মানুষ যখন ঈদগাহ ময়দানে আসবেন পুলিশের চারটি স্থাপনা পেরিয়ে আসতে হবে। মাঠে চারটি ড্রোন ক্যামেরা থাকবে। থাকবে বাইনোকুলার সহ ছয়টি ভিডিও ক্যামেরা। এছাড়াও পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে।’
জনশ্রুতি আছে, শাহ সুফি সৈয়দ আহমদ ঈদের জামাতের মোনাজাতে ভবিষ্যতে মাঠে মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে ‘সোয়া লাখ’ কথাটি ব্যবহার করেন। অন্য একটি মতে, সেই দিনের সেই জামাতে ১ লাখ ২৫ হাজার অর্থাৎ সোয়া লাখ লোক জমায়েত হন। এর থেকে নামকরণ হয় শোলাকিয়া।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com