প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৩, ৬:২৮ অপরাহ্ণ
হোসেনপুরে মসজিদের ইমামদের সাথে পুলিশের মতবিনিময় সভা
কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে হোসেনপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১ ঘটিকায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদগা মাঠ, কোরবানির হাট, ঈদের জামাতের শৃঙ্খলা ও নিরাপত্তার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটুর সভাপতিত্বে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক সহ ইসলামী ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান পুলিশিং সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদগা মাঠ ও মাঠ কেন্দ্রিক কোন বিরোধ থাকলে তা পূর্বেই পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়। থানা পুলিশের সহযোগিতা গ্রহণ করে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়।
কোরবানির পশুর পশুর হাটের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়। তিনি আরোও জানান, মতবিনিময় সভায় ইমাম-ওলামাদের মাধ্যমে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, কিশোরগ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধ, সাইবার ক্রাইম ,সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ, আত্মহত্যার প্রবণতা হাস্যসহ সামাজিক অবক্ষয়ের রোদে সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে মসজিদে ও মাদ্রাসায় সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com
Developed By Mohammad Shamim